odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫
নিম্ন মানের কীটনাষক ব্যবহারে আগ্রহী করে ব্যবহার করানোর ফলে পোকা ধরে ৩০ বিঘা জমির আলু নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিম্ন মানের কীটনাষক ব্যবহারে ৩০ বিঘা জমির আলু নষ্ট

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ March ২০১৮ ২২:৪৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ March ২০১৮ ২২:৪৭

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিম্ন মানের কীটনাষক ব্যবহারে আগ্রহী করে ব্যবহার করানোর ফলে পোকা ধরে ৩০ বিঘা জমির আলু নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার মালখানগর ইউনিয়নের গোড়াপীপাড়া গ্রামের কোরবান আলীর মৃধা এ অভিযোগ করেন মেসার্স কামাল ট্রেডার্স এর মালিক কামালের বিরুদ্ধে।  অভিযুক্ত কামাল উপজেলার চিকনেশার গ্রামের নুরু মোল্লার ছেলে। 

তিনি বলেন আমি বাজারে মেসার্স কামাল ট্রেডার্স এর মালিক কামালকে কোরাজেন নামের কীটনাষক দিতে বলি। কামাল আমাকে সানটাপ প্লাস দিয়ে বলে এটা নিয়ে যান। সে গেরান্টি দিয়ে বলে এটা ব্যবহার করলে ১ মাসে আপনার আলু ক্ষেতে পোকা ধরবে না। আমি তার কথা মত আমার ৩০ বিঘা জমিতে সানটাপ প্লাস  ব্যবহার করি। ওই কীটনাষক ব্যবহারের ৫/৬ দিন পর আলু উঠাতে গিয়ে দেখি আমার আলু ক্ষেতের সব আলুর মধ্যে পোকা ধরেছে। আমি ৩০ বিঘা জমিতে প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করেছি। আমি ৮ বিঘা জমির আলু শফি ফকিরের কাছে ৩ হাজার টাকা বিক্রি করেছি। এখন আমার  এই লোকসানের ক্ষতিপূরন কে দিবে। আমি এই প্রতারনার বিচার চাই। সিরাজদিখানের কৃষি অফিস ও মুন্সীগঞ্জ কৃষি অফিস থেকে লোক এসে দেখে গেছেন আলুর অবস্থা।

ওই গ্রামের শফি ফকির বলেন, আমি ৮ বিঘা জমির আলু কোরবান মৃধার কাছ থেকে ৩ হাজার টাকায় কিনেছি গরুকে খাওয়ানোর জন্য। বাড়ীতে রাখার পর আলুর পোকা দিয়ে বাড়ীঘর ভরে গেছে।  আলুর পোকার কারণে রাতে ঠিকমত ঘুমাতেও পারছিনা। 

মেসার্স কামাল ট্রেডার্স এর মালিক কামাল সাথে কথা বললে তিনি জানান, সানটাপ প্লাস প্যাকেটের গায়ে ২৮ দিন ঔষধের কার্যকরী মেয়াদ লেখা আছে। আবহাওয়ার কারণে যদি আলু পোকায় ধরে আমি কি করবো। এরকম অনেক কৃষকের আলু পোকায় খেয়েছে।  

ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রাঃ লিঃ এর ম্যানেজার ক্রেডিট কনট্রোলার, আলী আশ্রাফ জানান, আমি সাংবাদিকের ক্যামেরায় কথা বলতে চাইলে আমার অফিসের অনুমতি লাগবে। আপনারা মৌখিক বক্তব্য নিয়ে যান।  প্যাকেটের গায়ে ২৮ দিন কীটনাষক ঔষধের কার্যকরী মেয়াদ লেখা থাকলেও জমিতে স্প্রে করলে আবহাওয়া জনিত কারণে কার্যকরী ক্ষমতা কমবেশী হয়ে থাকে। দোকানদার যদি একমাসের গেরান্টি দিয়ে থাকে তাহলে সে এটা ঠিক করেননি। 

এব্যাপারে সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন জানান, আলু পোকায় খেয়েছে  এ ব্যাপারে শুনে আমি ও আমার কৃষি অফিসার ঘটনাস্থলে গিয়েছিলাম। সঠিক সময়ে সঠিক কীটনাষক ব্যবহার না করার কারণে আলু পোকায় নষ্ট করেছে। ঐ কৃষক যে কীটনাষকটি ব্যবহার করেছে সেটি আলুর পোকা দমন করার কীটনাষক না। ঐ কীটনাষক মূলত ধান ক্ষেতের মাজরা পোকা দমন করার কীটনাষক। 



আপনার মূল্যবান মতামত দিন: