
'পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যার সাড়া’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব বসতি দিবস পালিত।
৬ অক্টোবর ২০২৫ : ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যার সাড়া’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আজ সোমবার বিশ্ব বসতি দিবস উদযাপন করা হয়েছে।
সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন বিশ্বাস, উপবিভাগীয় প্রকৌশলী শহিদুল হাসান, শফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সুজাত কাজী এবং অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারী।
সভায়, জেলা প্রশাসক জহিরুল ইসলাম বক্তব্যে বলেন, “যেখানে মানুষের প্রয়োজন পূরণ হয়, সেখানেই বসতি গড়ে উঠে। ঘরবাড়ি বানালে নিজেরাই সচেতন হতে হবে; দায়িত্ব এড়িয়ে যাওয়া হবে না।” তিনি আরও জোর দিয়ে বলেন, পরিকল্পিত বসতি ও নগর ব্যবস্থাপনায় সকলকে অংশ নিতে হবে।
অলাপচারীদের মধ্যে নগরায়ণ, বসতি গড়ার দুর্যোগ ও ভবিষ্যত দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনাসভা পরিচালিত হয়। বক্তারা বলেন, শুধু নির্মাণমুখী উন্নয়নই যথেষ্ট নয়; মানুষের জীবনের মান, পরিবেশ ও সামাজিক দিক বিবেচনায় রাখতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: