চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএনপির
অভ্যন্তরীণ কোন্দলে এক কর্মী খুন হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মোড়ে ধারালো অস্ত্রের হামলায় মো. নয়ন আলী (৩৫) নামে এক যুবদল কর্মী নিহত হন।
নিহত নয়ন আলী শিবগঞ্জের নয়ালাভাঙ্গা মোড়লটোলা গ্রামের মো. আব্দুল করিমের ছেলে।
হামলা ও মৃত্যু:
স্থানীয় ও পুলিশ সূত্র অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে রবিবার সন্ধ্যায় বাবুপুর মোড়ে নয়ন আলীর ওপর একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করা হয়। রামেকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন।
বাড়িতে আগুন ও লুটপাট:
নয়ন আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাতেই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। নিহতের পরিবারের অভিযোগ, হামলাকারীরা এরপর নয়নের বাড়িতে ভাঙচুর চালায় এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে। অগ্নিকাণ্ডে বাড়ির একটি অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নেপথ্যে চাঁদাবাজি ও দলীয় কোন্দল?:
স্থানীয় একাধিক সূত্রের দাবি, নিহত নয়ন আলী স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা আশরাফের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং ধর্ষণের মতো গুরুতর অভিযোগও ছিল। স্থানীয়দের মতে, এই হত্যাকাণ্ড এবং পরবর্তী অগ্নিসংযোগের পেছনে চাঁদা ও মাদক ব্যবসা নিয়ে বিরোধ এবং দলের অভ্যন্তরীণ গ্রুপিংয়ের জের থাকতে পারে। অভিযোগ উঠেছে, বিএনপি নেতা আশরাফেরই প্রতিপক্ষ গ্রুপ এই সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকতে পারে। তবে এসব অভিযোগ বর্তমানে তদন্তাধীন।
পরিবারের অভিযোগ:
নিহত নয়নের মা অভিযোগ করে বলেন, সাত্তার, বাবুল (ঝাপড়া), খাইরুল (ঝাপড়া), ঢোড়বোনা গ্রামের সাহেব, রাজ্জাক, সুমনসহ আরও অনেকে তাঁর ছেলেকে হত্যা করেছে। তিনি আরও জানান, হামলাকারীরা তাদের বাড়িতে আগুন দিয়ে লুটপাটও চালিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, নিহতের মা যাদের নাম উল্লেখ করেছেন, তারা সবাই বিএনপি নেতা আশরাফুল ইসলাম আশরাফের ঘনিষ্ঠ সহচর।
পুলিশের বক্তব্য:
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, প্রতিপক্ষের হামলায় নয়ন নামে একজন নিহত হয়েছেন। আধিপত্য বিস্তার নাকি অন্য কোনো কারণে হত্যাকাণ্ড ঘটেছে—তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি নিশ্চিত করেন, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নয়নের নামে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আপনার মূল্যবান মতামত দিন: