ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫
আমরা ভিক্ষা চাই না, ন্যায্য অধিকার চাই

“৫% ভাতা নয়, সম্মান চাই!” — শ্রেণিকক্ষে ফিরবেন না শিক্ষকরা

odhikarpatra | প্রকাশিত: ১৯ October ২০২৫ ১৮:০৪

odhikarpatra
প্রকাশিত: ১৯ October ২০২৫ ১৮:০৪

ঢাকা: মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সরকারি আদেশ প্রত্যাখ্যান করেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। একই সঙ্গে তারা তাদের আমরণ অনশনসহ সব ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার আশা প্রকাশ করেছেন যে এই অগ্রগতির পর আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন।

রোববার (১৯ অক্টোবর)

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার এই আশা প্রকাশ করেন। তিনি বলেন, 'শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে চেষ্টা করেছে। এবং সেই ধারাবাহিকতায় বাড়িভাড়া সংক্রান্ত যে অগ্রগতি, সেটা হয়েছে।' তিনি আরও বলেন, বর্তমান সীমাবদ্ধতা সত্ত্বেও অর্থ মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, তা সরকারের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হয়েছে।

উপদেষ্টা আবরার বলেন, ‘আমি মনে করি, এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন, তারা শ্রেণিকক্ষে ফিরে যাবেন। শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে। যেসব জায়গায় (শিক্ষা কার্যক্রম) ব্যাহত হচ্ছে, আমরা আশা করি দায়িত্বশীলতার সঙ্গে আমরা যতটুকু করেছি, শিক্ষক সমাজ সেটাকে গ্রহণ করে তারা যেন ফিরে যান এবং ক্লাস যাতে তারা শুরু করেন। এই আবেদন আমি তাদের কাছে রাখছি।’
তবে, অর্থ মন্ত্রণালয় থেকে রোববার (১৯ অক্টোবর) বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) করার আদেশ জারি হলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। এই আদেশ আগামী নভেম্বর মাস থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
শিক্ষক নেতারা বলছেন, তাদের মূল দাবি ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা। ৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপনকে তারা আন্দোলনের 'প্রাথমিক বিজয়' মনে করলেও চূড়ান্ত দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অনশনসহ সকল কর্মসূচি অব্যাহত থাকবে। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।



আপনার মূল্যবান মতামত দিন: