odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 30th October 2025, ৩০th October ২০২৫

নিউইয়র্কে বাঙালিদের উদ্যোগে ‘ফাস্ট কাপ ক্যাফে’ উদ্বোধন ১ নভেম্বর — প্রবাসী কমিউনিটিতে নতুন আড্ডাস্থল!

odhikarpatra | প্রকাশিত: ৩০ October ২০২৫ ১৮:০৮

odhikarpatra
প্রকাশিত: ৩০ October ২০২৫ ১৮:০৮

নিউইয়র্ক, ৩০ অক্টোবর ২০২৫ (বাপসনিউজ):

বাংলাদেশি মালিকানাধীন নতুন কফিশপ ‘ফাস্ট কাপ ক্যাফে’ উদ্বোধন হতে যাচ্ছে আগামী শনিবার, ১ নভেম্বর ২০২৫, বিকাল ৩টায়। ক্যাফেটি অবস্থিত ২৯-০১, ৩৬ এভিনিউ, অষ্টোরিয়া, নিউইয়র্কে।


প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক মিলনমেলায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে এই কফিশপটি। উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী, সাংবাদিক, ব্যবসায়ী এবং তরুণ প্রজন্মের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

পরিচালকের বক্তব্য:
ক্যাফের অন্যতম পরিচালক মোহাম্মদ ইসলাম মামুন বলেন,

“ফাস্ট কাপ ক্যাফে শুধু কফি বিক্রির জায়গা নয়, এটি হবে আমাদের প্রবাসী সমাজের মিলনমেলা ও বন্ধুত্বের কেন্দ্র। আমরা চাই সবাই এখানে আসুক, গল্প করুক, সংস্কৃতি ও সৃজনশীলতার চর্চা হোক।”

তিনি আরও জানান, আমেরিকান এই ব্যবসাটি পরিচালনায় রয়েছেন তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও, যারা দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বাঙালি কমিউনিটির সঙ্গে যুক্ত আছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: