প্রকাশিত: বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৫
বিনোদন ডেস্ক | অধিকার পত্র ডটকম
ভারতের পশ্চিম বর্ধমানে নাট্যমঞ্চে অভিনয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবীণ অভিনেতা শুভাশীষ ঠাকুর। অভিনয়ের ফাঁকেই সংলাপ বলতে বলতে হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাটি ঘটে সোমবার (৩ নভেম্বর) রাতে কাঁকসার তপোবন সিটি আবাসনের সাংস্কৃতিক অনুষ্ঠানে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন যাত্রাপালায় পরশুরামের চরিত্রে অভিনয় করছিলেন শুভাশীষ। দৃশ্য অনুযায়ী সংলাপ দেওয়ার সময় তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। উপস্থিত সহশিল্পী ও দর্শকেরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
পুরুলিয়ার বাসিন্দা শুভাশীষ ঠাকুর দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পরিবারসহ পশ্চিম বর্ধমানের তপোবন সিটির ২৯ নম্বর টাওয়ারে থাকতেন। সহকর্মীরা তাকে অমায়িক, বন্ধুবৎসল ও নিবেদিতপ্রাণ শিল্পী হিসেবে বর্ণনা করেছেন। তার আকস্মিক মৃত্যুতে থিয়েটার অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
: শুভাশীষ ঠাকুর, ভারতীয় অভিনেতা, যাত্রা মঞ্চ, হৃদরোগ, অভিনয়ের সময় মৃত্যু, থিয়েটার মৃত্যু, অধিকার পত্র ডটকম
চাইলে আমি এর জন্য এখনই

আপনার মূল্যবান মতামত দিন: