odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

প্রাথমিক্যে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

odhikarpatra | প্রকাশিত: ১০ November ২০২৫ ১৪:১৩

odhikarpatra
প্রকাশিত: ১০ November ২০২৫ ১৪:১৩

কুষ্টিয়া, ৯ নভেম্বর ২০২৫ (ইবি প্রতিনিধি):

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি নিয়ে মানববন্ধন করেছে। তারা দাবি করেছেন, প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষার জন্য স্থায়ী পদ সৃষ্টি করতে হবে, নইলে ভবিষ্যৎ প্রজন্ম নৈতিক শূন্যতায় পড়বে।

প্রতিবেদন

ইবি থিওলজি অনুষদের শিক্ষার্থীরা তাদের প্ল্যাকার্ডে অভিব্যক্তি হিসেবে লিখেছিল— “প্রাথমিকেঃ ধর্মীয় শিক্ষক পদ তৈরি করতে হবে”, “নৈতিক প্রজন্ম গড়তে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই”, “ধর্মহীন শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা” ইত্যাদি। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশের অসংখ্য প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম সাবজেক্ট থাকা সত্ত্বেও সেখানে শিক্ষকের অভাব রয়েছে এবং অনেক ক্ষেত্রে এ বিষয় পড়াচ্ছেন এমন শিক্ষকরা ইসলামের যথাযথ জ্ঞান রাখেন না। কিছু প্রতিষ্ঠানে অমুসলিম শিক্ষকরাও ইসলাম বিষয় পড়ান; এতে শিশু-কিশোররা উপযুক্ত ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে—এটাই তাদের প্রধান উদ্বেগ।

আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ ইহসান ভূঁইয়া মানববন্ধনে বলেন, “দেশের শিশুরা প্রাথমিক শিক্ষা অর্জন করে অথচ সালাতের পরিপূর্ণ নিয়ম-কানুন বা সঠিক কুরআনের তিলাওয়াত শিখে না—এ কজন লজ্জার বিষয়। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দাবিটি মীমাংসিত হয়নি।” তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সতর্ক করে তারা দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছেন এবং দাবি আদায় করা না হলে কঠোর আন্দোলনের হুমকিও দিয়েছেন।

মানববন্ধন থেকে দাবি জানানো হয়: প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষক পদ তৈরির মাধ্যমে স্কুল পর্যায়ে সনির্বন্ধভাবে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে হবে; নইলে ভবিষ্যৎ প্রজন্ম নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হবে বলে তারা মনে করেন। এ সংবাদ প্রেরণ করেছেন মোঃ সামিউল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।


 

সূত্র: ইবি প্রতিনিধি (মোঃ সামিউল ইসলাম)


 

  • মেটা শিরোনাম (Meta Title): ইবি শিক্ষার্থীরা মানববন্ধন: প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি — ৯ নভেম্বর ২০২৫
  • মেটা বর্ণনা (Meta Description): ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদের শিক্ষার্থীরা ৯ নভেম্বর প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ তৈরি করার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন; তারা দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

 

পোস্ট ক্যাপশন:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি নিয়ে আজ (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছেন। তারা বলেন—ধর্মবিহীন শিক্ষা অসম্পূর্ণ; নৈতিক প্রজন্ম গড়তে প্রাথমিক পর্যায়ে যোগ্য ধর্মীয় শিক্ষকের প্রয়োজন। বিস্তারিত জানতে পড়ুন ➡️ [আপনার নিউজ পেজ লিংক]

হ্যাশট্যাগ:
#ইবি #মানববন্ধন #ধর্মীয়শিক্ষা #প্রাথমিকশিক্ষা #ধর্মীয়শিক্ষক #কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: