odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালো বিএনপি

odhikarpatra | প্রকাশিত: ১৩ November ২০২৫ ২৩:২৬

odhikarpatra
প্রকাশিত: ১৩ November ২০২৫ ২৩:২৬

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার চেয়ারপার্সন কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ধন্যবাদ জানানো হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আজ জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্ত জানানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।”

তিনি আরও বলেন, “গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট আয়োজন এবং যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য সরকারের ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।”


 



আপনার মূল্যবান মতামত দিন: