জ্যেষ্ঠ প্রতিবেদক | ঢাকা | প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২০:৩০
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন—এটা স্বাভাবিক নয়।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত ‘জাতীয় সংসদ নির্বাচন–২০২৬: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদেই দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা ও সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব।”
তিনি আরও বলেন, “বিএনপি এখনো ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের পক্ষে। নির্বাচনই এর একমাত্র বিকল্প। তাই সব রাজনৈতিক দলকে নির্বাচনের পথে এগিয়ে আসতে হবে।”
বিএনপি মহাসচিব বলেন, “পাকিস্তান আমল থেকে গণতন্ত্রকে বারবার হরণ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। এবার জুলাই যোদ্ধারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি করেছে। এই প্রচেষ্টা অব্যাহত রাখবে বিএনপি। যত দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততই দেশের মঙ্গল হবে।”

আপনার মূল্যবান মতামত দিন: