বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ মাটির কম্পনে রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত ঘর থেকে রাস্তায় বের হয়ে আসেন। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে মুহূর্তেই মানুষের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বহু বাসিন্দা ভবন থেকে নেমে রাস্তায় জড়ো হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের দেয়াল ও জানালার কাঁচ কেঁপে ওঠে। কেউ কেউ বিষয়টি ভূমিকম্প বুঝতে পেরে পরিবার-পরিজনকে নিয়ে নিরাপদ জায়গায় সরে যান।
এদিকে বরিশাল থেকে রাজীব আহমেদ নামের এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় তিনি একটি দোকানে বসে ছিলেন। মুহূর্তেই চারপাশ কাঁপতে শুরু করলে দোকানের সবাই আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসে।
এখনো পর্যন্ত ভূমিকম্পটির মাত্রা (Magnitude) আনুষ্ঠানিকভাবে জানায়নি ইউএসজিএস। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভূমিকম্পের উৎস ও মাত্রা যাচাই করছে।
দেশের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হওয়ায় নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। পরবর্তী কোনো ঝুঁকি থাকলে সরকারি সংস্থার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন: