বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা, ২৪ নভেম্বর ২০২৫
রাজধানীর মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ–সোহেল মিলনায়তনে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ই-পারিবারিক আদালত—যা পরিবার আদালতের কার্যক্রমকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,
“ই-পারিবারিক আদালত বিচার ব্যবস্থার আধুনিকায়নে অত্যন্ত কার্যকর উদ্যোগ। এতে বিচারপ্রার্থী, আইনজীবী ও বিচারকদের সময়, অর্থ ও যাতায়াতের ঝামেলা কমবে।”
তিনি আরও বলেন,
“নারী ও শিশুর জন্য এই আদালত সবচেয়ে বেশি সহায়ক হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এটি বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করবে।”
উপদেষ্টা জানান, বিশ্বের উন্নত দেশগুলোর মতো ডিজিটালাইজেশনই দ্রুত সেবা পাওয়ার সর্বোত্তম উপায়। ই-পারিবারিক আদালত জনগণকে ওয়ান স্টপ সার্ভিস দেবে, যার জন্য আইনজীবীদের সহযোগিতা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
- আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল,
- প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
স্বাগত বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা।

আপনার মূল্যবান মতামত দিন: