আন্তর্জাতিক ডেস্ক | বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ইসরাইলি সেনাবাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় তিনজন ডিভিশনাল জেনারেলকে বরখাস্ত করেছে। একই সঙ্গে আরও কয়েকজন নৌ ও বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করা হয়েছে।
জেরুজালেমভিত্তিক সূত্র জানায়, আক্রমণ প্রতিরোধে দায়ী ওই তিন জেনারেলের মধ্যে একজন ছিলেন ইসরাইলের তৎকালীন সামরিক গোয়েন্দা প্রধান। সেনাবাহিনী জানিয়েছে, তারা ব্যক্তিগতভাবে “বড় ধরনের ব্যর্থতার” জন্য দায়ী।
এর আগে সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির এ ঘটনা নিয়ে পদ্ধতিগত তদন্তের আহ্বান জানিয়েছিলেন। তদন্তের পর পরই এই সিদ্ধান্ত কার্যকর হয়।
তবে উল্লেখযোগ্য বিষয়—বরখাস্তের সিদ্ধান্ত ঘোষণার আগেই সবাই স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
এ ছাড়া ইসরাইলি নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও চারজন জেনারেল ও কয়েকজন সিনিয়র কর্মকর্তা তদন্তাধীন এবং তাদের বিরুদ্ধেও পদক্ষেপের ব্যাপারে ঘোষণা রয়েছে।
৭ অক্টোবরের ঐ হামলায় ইসরাইলের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ত্রুটি বিশ্বমঞ্চে আলোচিত হয়ে উঠেছিল। নতুন এই শাস্তিমূলক পদক্ষেপকে অনেক বিশ্লেষক ইসরাইলের অভ্যন্তরীণ দায়-স্বীকারের অংশ হিসেবে দেখছেন।

আপনার মূল্যবান মতামত দিন: