odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 5th January 2026, ৫th January ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: লক্ষ্মীপুরে প্রথম ধাপে একাধিক দলের প্রার্থীর মনোনয়ন স্থগিত

মনোনয়ন যাচাইয়ে বড় ধাক্কা: লক্ষ্মীপুরের ৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

odhikarpatra | প্রকাশিত: ৩ January ২০২৬ ১৮:২৬

odhikarpatra
প্রকাশিত: ৩ January ২০২৬ ১৮:২৬

লক্ষ্মীপুর প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলায় প্রথম ধাপে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তিনটি আসনের পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা এস এম মেহেদী হাসান মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করেন। যাচাই শেষে সংশ্লিষ্ট আসনের কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বিধিমালা অনুযায়ী বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম গফরান, মুসলিম লীগের প্রার্থী রেজাউল করিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জাকির হোসেন পাটোয়ারীর মনোনয়নপত্র সামগ্রিকভাবে স্থগিত করা হয়েছে।

এছাড়া লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে এবি পার্টির কেবা বয়াত উল্লাহ, কল্যাণ পার্টির ফরহাদ এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশারের মনোনয়নপত্র বাতিল করা হয়।

অন্যদিকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রার্থী হারুন রশিদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, একই দিন বিকাল ৩টায় লক্ষ্মীপুর-৪ (রামগতি-মলনগর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের ঘটনায় সংশ্লিষ্ট প্রার্থীদের মধ্যে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। তবে বিধি অনুযায়ী আপিলের সুযোগ থাকায় অনেক প্রার্থী পরবর্তী ধাপে নির্বাচন কমিশনের শরণাপন্ন হতে পারেন বলে জানা গেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: