odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 5th January 2026, ৫th January ২০২৬
মিলানে গাড়ির ধাক্কায় নিহত বাংলাদেশি ছাব্বির মোল্লা, পরিবারে নেমে এলো শোকের ছায়া

ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদারীপুরের যুবকের

odhikarpatra | প্রকাশিত: ৪ January ২০২৬ ১৮:২৭

odhikarpatra
প্রকাশিত: ৪ January ২০২৬ ১৮:২৭

অনলাইন ডেস্ক, অধিকার পত্র ডটকম

ইতালিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মাদারীপুর জেলার এক বাংলাদেশি যুবক। নিহতের নাম ছাব্বির মোল্লা (৩০)। তিনি মাদারীপুরের ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া গ্রামের বাসিন্দা এবং আক্কাশ মোল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে কয়েক বছর আগে ইতালিতে পাড়ি জমান ছাব্বির মোল্লা। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নিল না।

স্বজনদের বরাতে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর ২০২৫ বিকেলে ইতালির মিলানো শহরে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির গাড়ির চাপায় গুরুতর আহত হন ছাব্বির। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই মো. জিয়াউর রহমান বলেন,
“একটি দুর্ঘটনায় আমাদের পরিবারের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। ছাব্বির ছিল খুবই পরিশ্রমী। তার মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।”

এদিকে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান,
“ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।”

প্রবাসে কর্মরত হাজারো বাংলাদেশির জীবনের ঝুঁকির বিষয়টি আবারও নতুন করে সামনে এনে দিয়েছে এই দুর্ঘটনা।



আপনার মূল্যবান মতামত দিন: