odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬

তেজতুরী বাজারে মুছাব্বির হত্যাকাণ্ডে সিসিটিভি বিশ্লেষণ, অজ্ঞাতদের আসামি করে এজাহার

odhikarpatra | প্রকাশিত: ৮ January ২০২৬ ২৩:৫২

odhikarpatra
প্রকাশিত: ৮ January ২০২৬ ২৩:৫২

ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ঢাকা—রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ। তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন, হত্যাকারী দুই দুর্বৃত্ত ঘটনার আগেই ঘটনাস্থলে অবস্থান করছিল এবং গুলি চালানোর পর দৌড়ে পালিয়ে যায়।

ঘটনার পর আশপাশের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দুজনকে পালাতে দেখেছে। আরও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বক্তব্য

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, নিহত আজিজুর রহমান ওই এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন না। তার স্ত্রী পুলিশকে জানিয়েছেন, তিনি মাঝে মাঝে তেজতুরী বাজার এলাকায় যেতেন। নিরাপত্তার স্বার্থে তার বর্তমান ঠিকানা প্রকাশ করা হচ্ছে না।

এডিসি আরও বলেন, নিহতের পরিবার থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি এজাহার জমা দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে সেটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।

হত্যাকাণ্ডের সময় ও আহত ব্যক্তি

গত বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের একটি গলিতে আজিজুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ঘটনার সময় তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি আবু সুফিয়ান গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত চলছে

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের পরিচয় উদ্ঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে। প্রযুক্তিগত তথ্য, সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করে দ্রুত অগ্রগতি আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।


 

#স্বেচ্ছাসেবকদল #গুলিকরে_হত্যা #তেজতুরীবাজার #CrimeNews #DhakaCrime #OdhikarPatra #বাংলাদেশঅপরাধ

 



আপনার মূল্যবান মতামত দিন: