odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ক্রিকেটের নতুন নিয়ম পেনাল্টি

Admin 1 | প্রকাশিত: ১৪ March ২০১৭ ১৯:৫৩

Admin 1
প্রকাশিত: ১৪ March ২০১৭ ১৯:৫৩

পেনাল্টিতে গোল হয়, এতদিন এটাই শুনে এসেছে সবাই। এবার পেনাল্টিতে রানও হবে। 

মেলবোর্ন ক্রিকেট ক্লাবের প্রস্তাব, আধুনিক ক্রিকেটে নিয়ে আসা হোক এমন নিয়ম, যেখানে ফাউল প্লে হলেই দেওয়া হবে পেনাল্টি রান।

কোনও ক্রিকেটার যদি বিপক্ষ দলের ক্রিকেটারের সঙ্গে ইচ্ছাকৃত ফিজিক্যাল কনট্যাক্টে জড়িয়ে যান কিংবা খেলা চলাকালীন আম্পায়ারের সঙ্গে অসভ্য আচরণে অভিযুক্ত হয়ে দোষী প্রমাণিত হন তাহলে শাস্তি হিসেবে বিপক্ষে দল ৫ এক্সট্রা রানের বেনিফিট পাবেন।

এমনকি আম্পায়ার চাইলে সেই অভিযুক্ত খেলোয়াড়কে ৫ ওভারের জন্য ক্রিকেট মাঠ ছাড়ার নির্দেশও দিতে পারেন এবং সেই ক্রিকেটার তখন আম্পায়ারের নির্দেশ মানতে বাধ্য।

এখানেই শেষ নয়, ক্রিকেটারের আচরণ যদি খেলার মাঠে ক্রিকেটের স্পোর্টিং স্পিরিটকে আঘাত করে তাহলে তাকে এক ম্যাচের জন্য নির্বাসিতও করা হবে!

 অস্ট্রেলিয়ায় ক্রিকেটের এই নতুন নিয়ম চালু হচ্ছে আগামী ১ অক্টোবর থেকে।



আপনার মূল্যবান মতামত দিন: