odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

শেখ হাসিনার ভারত সফরে চুক্তি হবে জাতীয় স্বার্থে : ওবায়দুল কাদের

Admin 1 | প্রকাশিত: ১৬ March ২০১৭ ২৩:২২

Admin 1
প্রকাশিত: ১৬ March ২০১৭ ২৩:২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যে দ্বি-পাক্ষিক চুক্তি হবে তা জাতীয় স্বার্থেই হবে। চুক্তি প্রকাশ্যে হবে, এখানে কোন কিছু গোপন থাকবে না।
বুধবার নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাটে ঈসমাইল ডিগ্রি কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিউলি কামরুন্নাহার একরাম প্রাথমিক বিদ্যালয় ও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ওবাযদুল কাদের বলেন, ‘ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের স্বার্থে এই সফরে চুক্তি হবে প্রকাশ্যে। বাংলাদেশের স্বার্থে সমঝোতা স্বারক হবে প্রকাশ্যে। কোন কিছুই গোপনে হবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জন দেখে বিএনপি এখন দিশেহারা হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে সরকারকে হটানোর ষড়যন্ত্র করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতই কারো কাছে মাথা নোয়ানোর লোক নয়। দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে কারো কাছে মাথানত করবেন না। ভারতের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক ও চুক্তি হবে প্রকাশ্যে। আর এই চুক্তি হবে জাতীয় স্বার্থে।
কামরুন্নাহার শিউলি একরাম প্রাথমিক বিদ্যালয় ও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দাতা সদস্য বেলায়েত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন্নাহার শিউলী একরাম, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, গঙ্গা চুক্তির মত তিস্তা চুক্তি হয়ে যাবে। তিস্তা চুক্তি চুড়ান্ত পর্যায়ে। ৪১ বছরের সীমান্ত চুক্তি ও ছিট মহল বিনিময় এবং গঙ্গা চুক্তি যিনি করেছেন, তিস্তা চুক্তিও তিনি করবেন। আগামী এপ্রিল মাসে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন, সেখানে দেশের স্বার্থে খোলামেলাভাবে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। তা অবশ্যই প্রকাশ্যেই করবেন। এ নিয়ে পানি ঘোলা না করার জন্য বিএনপির প্রতি আহবান জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৪১ বছর লেগেছে সীমান্ত চুক্তি বাস্তবায়নে। কিন্তু তিস্তাচুক্তি বাস্তবায়নে এতসময় লাগবে না। যে কোন সময় তিস্তা চুক্তি হবে। যারা এখন পানি ঘোলা করছেন তারা দেশের জন্য কিছুই করতে পারেনি। এখন তারা পদে পদে নেত্রীর উন্নয়ন কাজে বাধা দিচ্ছে।
পরে তিনি উপজেলা, পৌরসভা ও কবিরহাট সরকারী কলেজ ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এদিকে বিকেলে তিনি বেগমগঞ্জ উপজেলা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রাবাস, মাল্টিপারপাস হল ও শহীদ মিনার উদ্বোধন করেন।



আপনার মূল্যবান মতামত দিন: