odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

মুন্সীগন্জের টংগীবাড়িতে পাঁচ মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ May ২০১৮ ০৬:৫৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ May ২০১৮ ০৬:৫৫

মুন্সীগন্জের টংগীবাড়িতে পাঁচ মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে টংগীবাড়ির সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবিরুল ইসলাম পাঁচ মাদকসেবীকে এ দন্ডাদেশ দেন। টংগীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এ তথ্য নিশ্চিত করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন টংগিবাড়ির আটকান্দার মৃত আব্দুল মজিদ বেপারীর ছেলে মোঃ মান্নান বেপারী (৩৫), মুন্সীগন্জ সদর উপজেলার মাকহাটির নুরুদ্দিন বেপারীর ছেলে অনিক বেপারী (৩০), কুমিল্লার লাকসামের রিয়াজুল হকের ছেলে হুমায়ুন কবির (৩০), মুন্সীগন্জের সদর উপজেলার শিলইয়ের মফিজুল মালের ছেলে শাকিল (২৫) ও একই এলাকার আব্দুল হক মাঝির ছেলে সাইফুল (৩০)। টংগীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, “আটককৃতরা সবাই মাদকসেবী। এদের টংগিবাড়ির দিঘীরপাড় থেকে আটক করা হয়। পরে ভাম্যমাণ আদালত পাঁচজনকে ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেন।” এসময় আরও ছিলেন এস আই অবুল কালাম, এস অই ওহিদুজ্জামান, এস অই জাকির ।



আপনার মূল্যবান মতামত দিন: