odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

নড়াইলে এবার ৭০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক

Admin 1 | প্রকাশিত: ১৭ March ২০১৭ ০৯:৩৯

Admin 1
প্রকাশিত: ১৭ March ২০১৭ ০৯:৩৯


নড়াইলে ৭০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা স¤্রাট শরিফুল ইসলাম ও তার স্ত্রী তাসলিমা কে আটক করেছে নড়াইল ডিবি পুলিশের চৌকশ একটি টিম। বৃহস্পতিবার  দুপুরে এক বিশেষ অভিযানে ভাদুলিডাঙ্গা গ্রাম থেকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, শরিফুল নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে। অভিযান পরিচলনা করেন ডিবির ওসি আশিকুর রহমান  এ.এস.আই হাসান, কনস্টবল শরিফ, শিমুল, বায়জিদ, মুরাদ, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, ইমরান, জামানসহ ডিবি পুলিশের একটি চৌকশ টিম ভাদুলিডাঙ্গায় অভিযান চালানোর সময় শরিফুলের বাড়ির ভিতর প্রবেশ করলে তার স্ত্রী ইয়াবাসহ স্বামী শরিফুল ইসলামে দেখিয়ে দেন। এসময় পুলিশ শরিফুল ইসলাম ও তার বাড়ীতে তল্লাশি চালিয়ে ৭০০পিচ ইয়াবা উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা সুত্রে জানা যায়, শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে জাল টাকা ও ইয়াবার ব্যবসা করে আসছিল। তারা আরো জানায় তার স্ত্রী তাসলিমা বেগমও এ ব্যবসার সাথে সংযুক্ত। পুলিশ তার স্ত্রী তাসলিমা বেগমকেও হেফাজতে নিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ও এ.এস আই হাসান জানান, এরা দীর্ঘদিন ধরে জাল টাকাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে এবং নড়াইল সদর থানায় এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, শরিফুল এবং তার ছেলে একাধিক মাদক মামলার আসামী, মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার পরও এরা মাদকের ব্যবসা করে যাচ্ছিল। যেভাবেই হোক নড়াইল জেলাকে মাদক মুক্ত করে প্রথম মাদক মুক্ত জেলা হিসাবে নড়াইলকে ঘোষণা করা হবে বলে সকলের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল বলেন মাদক ও জঙ্গীবাদ প্রতিকারে নড়াইল জেলা পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের জিরো টলারেন্স নীতি ও অসাধারণ নেতৃত্বের প্রতি আমরা আস্থা রাখি এবং সেই সাথে পুলিশ সুপার এর নেতৃত্বাধীন সকল জেলা পুলিশ সদস্যকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি বড় ধরনের মাদক দ্রব্য উদ্ধারের জন্য।




আপনার মূল্যবান মতামত দিন: