odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

বগুড়ার শেরপুরে শহর পরিস্কার পরিচ্ছন্নতায় উপজেলা প্রশাসনের ঝাঁড়– অভিযান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ May ২০১৮ ১৬:৫১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ May ২০১৮ ১৬:৫১

শেরপুর(বগুড়া)প্রতিনিধি


মাহে রমজানের পবিত্রতা ধরে রাখতে এবং পৌর নাগরিকদের জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার শেরপুর পৌরশহর পরিস্কার ও পরিচ্ছন্নতার লক্ষ্যে উপজেলা প্রশাসন,পৌর কর্তৃপক্ষ ও রোভার স্কাউটের উদ্দ্যেগে গতকাল মঙ্গলবার দুপুরে শহরের কলেজ রোড হতে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত প্রায় ১ কি.মি.মহাসড়কের আশেপাশে ঝাঁড়– অভিযান পরিচালনা করা হয়েছে।
উক্ত ঝাঁড়– অভিযানে স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লিটন সরকার, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, উপজেলা স্কাউট কমিশনার আলহাজ্ব শাহ জামাল সিরাজী, শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, শেরপুর কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক রাশেদুল হক, সাপ্তাহিক তথ্যমালা’র সম্পাদক সুজিত বসাক প্রমুখসহ স্কাউট, রোভার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।



আপনার মূল্যবান মতামত দিন: