odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

রামপুরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ব্যাপক যানজট

Admin 1 | প্রকাশিত: ২৩ March ২০১৭ ২২:৩৫

Admin 1
প্রকাশিত: ২৩ March ২০১৭ ২২:৩৫

‘লিরিক ইন্ডাস্ট্রিজ’ নামের পোশাক কারখানার কর্মীদের এই আন্দোলনের কারণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রামপুরা হয়ে ডিআইটি রোড ও প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ রয়েছে। অফিসযাত্রার সময়ে ঢাকার পূর্ব অংশের গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ থাকায় মালিবাগ থেকে বাড্ডা পর্যন্ত ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে বলে পুলিশ সদস্যরা জানিয়েছেন।

রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা  বলেন, “মোল্লা টাওয়ারের লিরিক গার্মেন্টের শ্রমিকরা এই আন্দোলন করছে। গত তিনদিন ধরেই তারা রাস্তায় নামার চেষ্টা করছিল। বারবার বুঝিয়ে তাদের আটকানো হয়েছে তখন। কিন্তু আজ সকালে তারা রাস্তায় নেমে পড়েছে। স্থানীয়রা জানান, বুধবার সকালে ‘লিরিক ইন্ডাস্ট্রিজ শ্রমিক ইউনিয়ন’ ব্যানারে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার সকাল ৮টায় তারা বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে দুই দিকের রাস্তা আটকে বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনে থাকা লিরিক গার্মেন্টের কর্মী নার্গিস বলেন, “আমাদের তিন মাসের বেতন না দিয়ে মালিক কারখানায় তালা ঝুলায়ে দিছে। গতকাল আমরা আইসা দেখি কারখানা বন্ধ, মালিক পালাইছে।”

ঘটনাস্থলে উপস্থিত একজন পুলিশ সদস্য বলেন, “শ্রমিকদের অভিযোগের সত্যতা আছে। আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। গতকাল তারা আসবে বলেছিল। কিন্তু আসেনি।”

 

 

এদিকে দিনের শুরুতেই রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজটে নাকাল হতে হয়েছে অফিসমুখী যাত্রীদের।   

 

রামপুরা জোনের ট্রাফিক পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, “ডিআইটি রোডের ফ্লাইওভারের কাজের কারণে এমনিতেই যানজটের চাপ থাকে। আবার রাস্তার খানাখন্দ। অন্যদিকে বনশ্রী রাস্তায় বড় বড় গর্ত। সব মিলিয়ে বিকল্প পথেও যানবাহন দেওয়া যাচ্ছে না।”

শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: