odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

আইপিইউ সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে : ডেপুটি স্পিকার

Admin 1 | প্রকাশিত: ২৪ March ২০১৭ ০৫:৫৬

Admin 1
প্রকাশিত: ২৪ March ২০১৭ ০৫:৫৬

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে।
আইপিইউ সম্মেলনের ইভেন্ট ম্যানেজমেন্ট কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করতে আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের ভ্যেনু পরিদর্শন করার সময় তিনি এ কথা বলেন। এসময় ইভেন্ট ম্যানেজমেন্ট এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কলাকুশলীগণ কাজের অগ্রগতি সম্পর্কে ডেপুটি স্পিকারকে অবহিত করেন।
এ সময় ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব, সার্বিক সহযোগিতা এবং দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয় সংসদ এই প্রথমবারের মত এত বড় একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। সম্মেলনকে সফল করে তুলতে ইভেন্ট ম্যানেজমেন্ট এর সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কলাকুশলীদের নিরলসভাবে কাজ করার নির্দেশ দেন ডেপুটি স্পিকার।
এবারের ১৩৬ তম সম্মেলন বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আরো উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আব্দুর রব হাওলাদারসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আগামী ১ থেকে ৫ এপ্রিল ঢাকায় আইপিইউ’র ১৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: