odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ অঙ্কের ঘরে তামিম

Admin 1 | প্রকাশিত: ২৬ March ২০১৭ ০৩:০১

Admin 1
প্রকাশিত: ২৬ March ২০১৭ ০৩:০১

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অনেক ব্যাটিং রেকর্ড তামিমের অধিকারে। দেশের হয়ে তিন সংস্করণেই সবচেয়ে বেশি শতক আর রান তারই অধিকারে। বিস্ফোরক বাঁহাতি ব্যাটসম্যানের অসংখ্য রেকর্ডের মুকুটে যোগ হল আরেকটি পালক।

 

আন্তর্জাতিক ক্রিকেটে ৫১তম ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পাঁচ অঙ্কের রান করেছেন তামিম। বাংলাদেশের সেরা উদ্বোধনী ব্যাটসম্যানের সব মিলিয়ে লেগেছে ৩১১ ইনিংস।

রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে নামার সময় তামিমের আন্তর্জাতিক রান ছিল ৯ হাজার ৯৯৯। রানের খাতা খুলতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। ম্যাচের তৃতীয় বলে সুরঙ্গা লাকমলকে ফ্লিক করে দুই রান নেওয়ার পথেই পৌঁছে যান মাইলফলকে।      

১০ হাজার রানে পৌঁছানোর পথে আছেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের রান ৯ হাজার ২৮৮। খানিকটা দূরে আছেন মুশফিকুর রহিম (৮ হাজার ৮৬)।

৪৯ টেস্টে ৯৪ ইনিংসে তামিমের টেস্ট রান ৩ হাজার ৬৭৭। টি-টোয়েন্টিতে ৫৫ ইনিংসে তার রান এক হাজার ২। ওয়ানডেতে ১৬২তম ইনিংসে মাইলফলকে পৌঁছানোর সময় তার রান ৫ হাজার ১২২।



আপনার মূল্যবান মতামত দিন: