odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

দেশের কোথাও আইএস’র অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Admin 1 | প্রকাশিত: ২৭ March ২০১৭ ০৯:৩৭

Admin 1
প্রকাশিত: ২৭ March ২০১৭ ০৯:৩৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের কোথাও আইএস’র অস্তিত্ব নেই। সারাদেশ চষে বেড়িয়েও কোথাও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)’র শনাক্ত করার সৌভাগ্য হয়নি।
তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে কোনো ব্যক্তিই আইএস’র সন্ধান দিতে পারেননি।
তিনি রোববার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহলে’ জঙ্গি আস্তানায় অভিযান অব্যাহত রয়েছে। সেখানে বড় কোনো জঙ্গি নেতা থাকতে পারে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আসাদুজ্জামান খাঁন কামাল, সিলেটে বিষ্ফোরণের ঘটনায় এ পর্যন্ত দুইজন পুলিশ পরিদর্শকনহ ছয়জন নিহত হয়েছেন।
এছাড়া র‌্যাবের এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দারা বাড়িটি চিহ্নিত করতে পেরেছে বলেই অভিযান চালানো সম্ভব হচ্ছে। নিরাপত্তা বাহিনী নিজেদের জীবনের তোয়াক্কা না করে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি বলেন, জঙ্গিদের একেবারে নির্মূল করা সম্ভব না হলেও নিয়ন্ত্রণে রয়েছে। জনগণ জঙ্গিবাদকে সমর্থন করে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ দেশের মাটিতে জঙ্গিরা টিকে থাকতে পারবে না।



আপনার মূল্যবান মতামত দিন: