odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ November ২০১৮ ১৭:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ November ২০১৮ ১৭:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রেখে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার।

রোববার (২৫ নভেম্বর) সকালে ৪৭তম জাতীয় সমবায় সমিতি দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী সমবায়ের সঠিক প্রয়োগের মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন।

বিত্তহীন ও নিম্নবিত্ত মানুষের সংঘবদ্ধ অর্থনৈতিক ও সামজিক স্বপ্ন পূরণের লক্ষে দেশে যাত্রা শুরু হয় সমবায় সমিতির। বর্তমানে ১ লাখ ৭৪ হাজার সমবায় সমিতি আছে। যার সঙ্গে যুক্ত ১ কোটি ৯ লাখ সদস্য। সম্ভাবনাসময় এক্ষেত্রকে এগিয়ে নিতে প্রতি বছর পালন করা হয় জাতীয় সমবায় দিবস।

রোববার ৪৭তম জাতীয় সমবায় সমিতি দিবস উপলক্ষে সমবায় সমিতি ও স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত জাতীয় সমবায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০১৬ ও ১৭ সালে সমবায় সমিতি ভিত্তিক সম্মিলিত উদ্যোগ, কর্মসংস্থান ও সঞ্চয়ে বিশেষ অবদান রাখায় ২০টি প্রতিষ্ঠানের হাতে জাতীয় সমবায় পদক তুলে দেন।

বক্তব্যে শেখ হাসিনা দেশের অর্থনীতিতে সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায়কে সঠিকভাবে কাজ লাগাতে পারলে দেশের উন্নয়ন দ্রুত হবে। উন্নয়নের গতি ধারা অব্যাহত রেখে আগামীতে সরকার দারিদ্র্যের হার ৪-৫ ভাগে নামিয়ে আনতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী।
এর আগে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠা সমবায় সমিতির দেয়া স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



আপনার মূল্যবান মতামত দিন: