odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

মন্ত্রিসভায় অনুমোদিত ১২ ডিসেম্বর ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ November ২০১৮ ১৪:১০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ November ২০১৮ ১৪:১০

স্টাফ রিপোর্টার: ১২ ডিসেম্বরকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ এর পরিবর্তে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে এখন থেকে দিনটি ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপিত হবে।

সোমবার (২৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয় বলে দুপুরে সংবাদ ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে ১২ ডিসেম্বরকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ এর পরিবর্তে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

এর আগে ২০১৭ সালের ২৭ নভেম্বর ১২ ডিসেম্বরকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে ঘোষণা করে মন্ত্রিসভা।

এদিন মন্ত্রিসভার বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের রূপরেখা ঘোষণা করেছিল। সেই হিসেবে এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: