odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

সেরা খেলার প্রতিশ্রুতি দিয়ে শ্রীলংকা গেলেন সাইফুউদ্দিন

Admin 1 | প্রকাশিত: ৩ April ২০১৭ ১১:০৯

Admin 1
প্রকাশিত: ৩ April ২০১৭ ১১:০৯

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একাদশে জায়গা পেলে নিজের শতভাগ দেয়ার প্রতিশ্রুতি দিলেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুউদ্দিন। দলের নতুন সদস্য হিসেবে ভালো কিছু করেই নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান তিনি। আজ দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়ার আগে অলরাউন্ডার সাইফুউদ্দিন বলেন, ‘চাপ নেয়ার কিছু নেই। আমি নতুন তাই, চেষ্টা থাকবে ভালো কিছু করার। নির্বাচকরা যেহেতু আমাকে নির্বাচন করেছে তাই চেষ্টা থাকবে নিজেকে প্রমাণ করার। ব্যাটিং বোলিং যেখানে সুযোগ পাই শতভাগ দেয়ার চেষ্টা করবো।’
জাতীয় দলে ডাক পাওয়া অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতই সাইফুউদ্দিনের। ছোটবেলা থেকে যাদের খেলা দেখে বড় হয়েছেন এখন তাদের সাথেই শেয়ার করবেন ড্রেসিং রুম। বিষয়টি তাই তার মানসপটে দিচ্ছে দারুণ দোলা, ‘ছোটবেলা থেকে মাশরাফি ভাই (মাশরাফি বিন মর্তুজা) সাকিব ভাইয়ের (সাকিব আল হাসান) খেলা দেখে বড় হয়েছি। এখন তাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করবো, ভালো লাগছে।’
সাইফউদ্দিন মূলত পেস বোলার। পাশাপাশ ব্যাটিংও করেন। তাই দলে ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার হিসেবেই। কিন্তু, সিরিজে তার ফোকাসটি থাকবে বোলিংয়ের উপর বলে জানালেন সাইফুউদ্দিন, ‘যেহেতু আমাকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ডাকা হয়েছে। সেহেতু আমি বোলিংয়ের উপর বাড়তি নজর দিচ্ছি, পাশাপাশি ব্যাটিংটাও ভালো করার চেষ্টা করবো।’
ইমার্জিং এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর বেশ হতাশ ছিলেন সাইফ। স্বাগতিক হয়ে ঘরের মাটিতে ফাইনাল না খেলার কষ্ট যখন তাকে অক্টোপাসের মতো ঘিরে ধরছিল তখনই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মুখে শুনলেন সেই চকমপ্রদ খবর। যা তার হতাশাকে নিমিশেই উড়িয়ে দিল। বলে জানান সাইফুদ্দিন, ‘ইমার্জিং কাপ হারার পর হতাশ লাগছিল। পরে যখন নির্বাচক নান্নু স্যার আমাকে ডাক দিয়ে বললো তুমি শ্রীলঙ্কা যাচ্ছ তখন বেশ ভালো লেগেছে।’
আগামী ৪ ও ৬ এপ্রিল শ্রীলংকার বিপক্ষে দু’টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।



আপনার মূল্যবান মতামত দিন: