odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

মঙ্গল শোভাযাত্রায় হুমকি জেএমবি পরিচয়ে

Admin 1 | প্রকাশিত: ১২ April ২০১৭ ০৪:৩১

Admin 1
প্রকাশিত: ১২ April ২০১৭ ০৪:৩১

বরিশালে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলা না করার হুমকি দিয়ে চারুকলা ও উদীচীকে জেএমবি পরিচয়ে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর সদর রোড বিবির পুকুর সংলগ্ন বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধির কার্যালয়ে কে বা কারা চিঠিটি ফেলে রেখে যায় বলে বরিশাল চারুকলার সদস্য সুশান্ত ঘোষ জানান।

খামের উপরে বরিশাল চারুকলার সদস্য সুভাস চন্দ্র দাস নিতাই ও উদীচীর সভাপতি বিশ্বনাথ দাস মুনসী ও তার নাম লেখা রয়েছে বলে সুশান্ত জানান।   

এ ঘটনায় দুপুরেই বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন সুশান্ত ঘোষ।

তিনি বলেন, বর্ষবরণের সকল আয়োজন বন্ধের হুমকি দিয়ে লেখা চিঠিটিতে বলা হয়েছে- ‘দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও জেএমবি সদস্যরা প্রস্তুত আছে বোমা হামলার জন্য’। উদীচী-চারুকলার কার্যক্রম বন্ধ করা না হলে বোমা মেরে সংগঠনের কার্যালয় উড়িয়ে দেওয়া হবে বলেও চিঠিতে লেখা হয়েছে।

সুশান্ত বলেন, চিঠিতে গণ্যমান্য ব্যক্তি ও সাংস্কৃতিক কর্মীদের একটি তালিকা করার কথা উল্লেখ করে খুব শিগগিরই তাদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে বরিশাল পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বিচলিত হওয়ার কিছু নেই।

এছাড়া জেএমবির হুমকির বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

 



আপনার মূল্যবান মতামত দিন: