odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

সংবাদ বিনিময় ও গণমাধ্যম সহযোগিতা বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর

Admin 1 | প্রকাশিত: ১৪ April ২০১৭ ১০:৩৩

Admin 1
প্রকাশিত: ১৪ April ২০১৭ ১০:৩৩

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সংবাদ বিনিময় ও গণমাধ্যম সহযোগিতার ব্যাপারে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও ইতার তাস-এর মধ্যে।
বাংলদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী উভয় এমওইউ স্বাক্ষর প্রত্যক্ষ করেন। প্রথম এমওইউ স্বাক্ষর হয় রাশিয়ার টেলিযোগাযোগ ও গণযোগাযোগ মন্ত্রী নিকোলাই নিকিফোরভ এবং বাংলাদেশের তথ্য সচিব মর্তুজা আহমদের মধ্যে।
অপর এমওইউ স্বাক্ষর হয় বাসস’র প্রধান বার্তা সম্পাদক আনিসুর রহমান ও তাস’র ডেপুটি চিফ এডিটর মারাত আবুল খাতিনের মধ্যে। উভয় মন্ত্রী এবং দু’দেশের সরকারের সিনিয়র কর্মকর্তাগণ স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
রাশিয়ার গণযোগাযোগ মন্ত্রণালয়ে এই চুক্তি স্বাক্ষরকালে মস্কোয় বাংলাদেশে রাষ্ট্রদূত ড. মো. সাইফুল হকও উপস্থিত ছিলেন।
দু’দেশের গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রথম এমওইউ স্বাক্ষর হয়। আর বাসস ও তাস’র মধ্যে এমওইউ স্বাক্ষরের লক্ষ্য হচ্ছে সংবাদ বিনিময় ও দুটি জাতীয় বার্তা সংস্থার বিভিন্ন প্রফেশনাল ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতার বিভিন্ন দিক খুঁজে দেখা।
এমওইউ স্বাক্ষরের আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও রাশিয়ার তথ্যমন্ত্রী দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করেন এবং আশা প্রকাশ করেন যে, এই এমওইউ স্বাক্ষর দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করবে এবং দু’দেশের জনগণ পর্যায়ে একে অপরকে আরো কার্যকরভাবে জানার সুযোগ সৃষ্টি করবে।



আপনার মূল্যবান মতামত দিন: