odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

নববর্ষে গুগলের শুভেচ্ছা

Admin 1 | প্রকাশিত: ১৪ April ২০১৭ ২১:৪৯

Admin 1
প্রকাশিত: ১৪ April ২০১৭ ২১:৪৯

নববর্ষে গুগলের পক্ষ থেকে ডুডল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। যাঁরা গুগলের হোমপেজে যাচ্ছেন, তাঁরা সার্চ বারটির ওপরে মঙ্গল শোভাযাত্রাসদৃশ একটি থাম্বনেইলের মতো দেখতে পাচ্ছেন। এটি অনেকটাই ইউটিউব ভিডিওর মতো। এর ওপর ক্লিক করলে ওই অ্যানিমেটেড চিত্রটি মঙ্গল শোভাযাত্রার মতো নড়াচড়া করছে। মঙ্গল শোভাযাত্রায় যেমন হরেক রঙের মুখোশ, হাতি, বাঘ, ফুল, পাখির প্রতিকৃতি থাকে গুগলের এ ডুডলেও ফুটে উঠেছে সে রকম প্রতিকৃতি। এর ওপর ক্লিক করলে বাংলা নববর্ষ-সংক্রান্ত নানা তথ্য গুগলের সার্চ পাতায় প্রদর্শন করছে গুগল। 

আজকের এই ডুডল সম্পর্কে গুগলের ডুডল সাইটে বলা হয়েছে, আজকের ডুডলটি পয়লা বৈশাখ পালনের। এটি বাংলা নববর্ষের প্রথম দিন। ৪০০ বছর আগে বাঙালি সম্রাট আকবর বাংলা ক্যালেন্ডার উন্নত করেন। নতুন বছর উপলক্ষে হালখাতা পালন করেন ব্যবসায়ীরা। এ দিনে বাংলাদেশ রঙিন হয়ে সাজে এবং শোভাযাত্রা বের করে। শহরে ও মফস্বলে একজোট হয়ে গাওয়া হয় ঐতিহ্যবাহী ‘এসো হে, বৈশাখ’ গান। এদিন পান্তা ভাত, ইলিশ মাছ খাওয়া হয়। ঢাকায় এদিন মঙ্গল শোভাযাত্রা মূল আকর্ষণ। প্যাঁচা ও বাঘের প্রতিকৃতি আজকের ডুডলে তুলে ধরা হয়েছে।
গুগল ডুডলের সাইটে সবাইকে জানানো হয়েছে ‘শুভ নববর্ষ’।



আপনার মূল্যবান মতামত দিন: