odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

মুুন্সীগঞ্জ সদর উপজেলা পঞ্চসার ইউনিয়নের মালির পাথর,মুক্তারপুর, গোসাইবাগসহ ৬টি স্থানে বিষয়ে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ

gazi anwar | প্রকাশিত: ২৩ July ২০১৯ ২২:৩৮

gazi anwar
প্রকাশিত: ২৩ July ২০১৯ ২২:৩৮

মুুন্সীগঞ্জ সদর উপজেলা পঞ্চসার ইউনিয়নের মালির পাথর,মুক্তারপুর, গোসাইবাগসহ ৬টি স্থানে বিষয়ে অভিযান চালিয়ে মোট ১কোটি ৪৮লক্ষ ১০ হাজার মিটার কারেন্টে জাল জব্দ  ও ৬টি মামলায় ৮৫ হাজার টাকা জরিমানা  করা হয়। জব্দ কৃত কারেন্টে জালের বাজার মূল্য ২৯ কোটি ৬২লক্ষ টাকা ।



সোমবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত  মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর, গোসাইবাগ, মালিরপাথর এলাকায় অভিযানে এই বিপুল পরিমাণ কারেন্টজাল জব্দ করা হয়। 
কোস্টগার্ডের সহায়তায় অভিযানটি নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  ইলোরা ইয়াসমিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, কোস্টগাডের সদর দফতরের সাপোর্ট ইউনিট হতে আগত লে. কমান্ডার সাজ্জাদ হোসেন ও পাগলা কোস্টগাডের স্টেশন কমান্ডার লে. এম এম আসিফ,  জেলা মৎস সিনিয়র সহকারী পরিচালক সুনীল মন্ডল,খামার ব্যবস্থাপক শাহজাহান । পরে জব্দকৃত কারেন্টজাল মুক্তারপুর এলাকার ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে নষ্ট করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: