odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫
মাগুরায়

নবগঙ্গা নদীতে স্নানঘাট উদ্বোধন

gazi anwar | প্রকাশিত: ২৯ July ২০১৯ ১৯:৪৪

gazi anwar
প্রকাশিত: ২৯ July ২০১৯ ১৯:৪৪

 

জেলার সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের করচাডাঙ্গা গ্রামে নবগঙ্গা নদীতে নবনির্মিত স্নানঘাট আজ উদ্বোধন করা হয়েছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর আজ সোমবার এ স্নানঘাটের উদ্বোধন করেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এই স্নানঘাটটি নির্মিত হয়েছে।
স্নাননঘাটের উদ্বোধন উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় স্থানীয় আওয়ামীলীগ নেতা নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
আরও বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোতালেব খান, চাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজার রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী শফিউল আলম, সমাজ সেবক আব্দুল মমিন শিকদার প্রমুখ।
সাইফুজ্জামান শিখর এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাঁর (প্রধানমন্ত্রীর) নেতৃত্বে দেশের মানুষ ভালো আছে।’
তিনি বলেন, চাউলিয়া ইউনিয়নে প্রায় ৫০ একর জমির উপর মেডিক্যাল কলেজ ও পাঁচশ’ বেডের হাসপাতাল এবং নার্সিং ইনষ্টিটিউট প্রতিষ্ঠিত হবে।ফলে প্রায় ৭ কিলোমিটার এলাকা শহরে পরিনত হওয়ার পাশাপাশি ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী শফিউল আলম জানান, নবগঙ্গা নদীর তীরে মাগুরা সদর উপজেলার করচাডাঙ্গা ঘাটসহ ১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে বগিয়া, পাইকেল, বারাশিয়া, বরুনাতৈল সিএন্ডবি ঘাট, জামরুলতলা, পারনান্দুয়ালী পূজামন্ডম এবং ইসলামপুরপাড়া চারঘাট এলাকায় মোট ৮টি স্নানঘাট নির্মিত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: