odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

সিরাজদিখানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনা অভিযান

gazi anwar | প্রকাশিত: ২ August ২০১৯ ২০:৪৯

gazi anwar
প্রকাশিত: ২ August ২০১৯ ২০:৪৯

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অভিযান করেছে উপজেলা আওয়ামীলীগ। গতকাল শুক্রবার উপজেলা স্কুল মোড় থেকে দানিয়াপাড়া ঢালী বাড়ি পর্যন্ত র‌্যালী করা হয়। এরপর জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে রশুনীয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মহিলা-পুরুষদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলার প্রতিটি ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে পর্যায়ক্রমে জনসচেতনা বৃদ্ধি অভিযান চলবে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মহিউদ্দিন আহম্মেদের নেতৃত্বে অভিযানে ডেঙ্গু প্রতিরোধে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও লতব্দী ইউপি চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও রশুনীয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী মো. আলাউদ্দিন। উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ঢালী মো. শহীদুল্লাহ’র সঞ্চালণায় আরো উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য হাজী মির্জা হায়দার নেকবর, শেখ রাসেল শিশু-কিশোর সংগঠনের উপজেলা সভাপতি মো. আবু সায়েম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ অর্থ সম্পাদক সালাউদ্দিন খান, রশুনীয়া ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, মহিলা সদস্য জিয়াসমিন বেগম, বেগম নয়ন তারা প্রমুখ। #

 



আপনার মূল্যবান মতামত দিন: