odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫
মুন্সীগঞ্জের লৌহজং টার্নিংয়ের কাছে বিকল্প চ্যানেলে মুখে

স্পিড বোট উল্টে শিমুলিয়ায় শিশু নিখোঁজ

odhikar patra | প্রকাশিত: ১৩ August ২০১৯ ২৩:৫৯

odhikar patra
প্রকাশিত: ১৩ August ২০১৯ ২৩:৫৯

মুন্সীগঞ্জের লৌহজং টার্নিংয়ের কাছে বিকল্প চ্যানেলে মুখে ১৯ যাত্রী নিয়ে পদ্মায় স্পিড বোট উল্টে গেছে। ১৮ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও দ্বিন ইসলাম হোসেন (৮) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। শিশুটির সন্ধানে পদ্মায় এখন সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও নৌপুলিশসহ স্থানীয়ভাবে চেষ্টা চলছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্য মো. আমিনুল ইসলাম জানান, শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি যাওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে স্পিড বোটটি উল্টে যায়। শিমুলিয়া ঘাট থেকে অন্যান্য স্পিডবোট গিয়ে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করে। তিনি জানান, পদ্মায় আকস্মিক বাতাস আসলে বোটি উল্টে যায়।
মীরপুর ১২ নম্বরে সিদ্দিকুর রহমানের পুত্র দ্বিন ইসলাম তৃতীয় শ্রেণির ছাত্র। সে তার বাবা ও চাচার সাথে গ্রামের বাড়ি বরিশালের কাউয়ারচরের মোল্লার হাওলা গ্রামে যাচ্ছিল। এই দুর্ঘটনায় পরিবারে ঈদের আনন্দের পরিবর্তে চলছে শোকের মাতম। ঘাটে তার বাবা মুদি দোকানদার সিদ্দিকুর রহমান এবং চাচা বাবুল হালদার দিশেহারা হয়ে খোঁজাখোজি করছেন। বরিশাল থেকে দুর্ঘটনাস্থলে রওনা হয়েছেন তার আরেক চাচা মো. শহিদুল হালদার। শহিদুল হালদার জানান, বাড়িতে ভাই ও ভাতিজা আসছে তাই তারা আনন্দে উন্মুখ হয়েছিলেন। কিন্তু এই দুর্ঘটনার খবর পেয়ে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে এই রুটে স্পডিবোট ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: