odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

বগুড়ার শেরপুরে মেয়েকে বিদায় দিয়ে চিরতরে নিজেও বিদায়

odhikar patra | প্রকাশিত: ২৩ August ২০১৯ ০৬:৩৩

odhikar patra
প্রকাশিত: ২৩ August ২০১৯ ০৬:৩৩


শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুরে ছোনকা দক্ষিনপাড়া গ্রামে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে মোস্তফা
নামে একজনের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী স‚ত্রে জানা যায়, গতকাল বুধবার (২১ আগষ্ট) ভোরে ছোনকা দক্ষিনপা
গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে মোস্তাফা কামাল (৩৫) গতকাল রাত্রিতে মেয়ের বিয়ের
অনুষ্ঠন শেষে মেয়েকে বিদায় দিয়ে বাসায় ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ১টার দিকে
বিদ্যুত চলে যায়। ভোর ৫টায় ঘুম থেকে উঠে অন্য বাড়িতে বিদ্যুত আছে দেখে
বিদ্যুতের খুটি দিকে এগিয়ে গেলে খুটির সংযোগের বিদ্যুৎ তারটি ছিড়া দেখতে
পায়। ছিড়া বিদ্যুৎ তারটি বাড়ির পার্শ্বের জমির ভিতরে পরে থাকতে দেখে তারগুলো
জমির থেকে সরিয়ে নিতে গেল ছেড়া তারের বিদ্যুতায়িত হয়ে মারা যান।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ
কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: