বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী ২৫শে অগাস্ট ২০১৭ থেকে ১৮ই অগাস্ট ২০১৯ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করেছে ৭ লক্ষ ৪১ হাজার ৮৪১ জন রোহিঙ্গা শরণার্থী।
*দুটি সময়ের পার্থক্যটি দেখার জন্য মাঝখানের সবুজ বাটনটি মাউস কার্সর বা টাচের মাধ্যমে ডানে বা বামে নিয়ে যান
বিপুল সংখ্যক এই রোহিঙ্গা শরণার্থীদের রাখার জন্য কক্সবাজারে মোট ৩২টি আবাসিক ক্যাম্প স্থাপন করা হয়।
এগুলোর মধ্যে সবচেয়ে বড় ক্যাম্পটি স্থাপিত হয় কুতুপালং-বালুখালী অঞ্চলে।
প্রশাসনিক ব্যবস্থাপনার সুবিধার জন্য উখিয়ার কুতুপালং-বালুখালী এলাকাকে ২২টি ক্যাম্পে বিভক্ত করা হয়।
এছাড়া প্রাথমিকভাবে ৮৪ হাজার অস্থায়ী শেল্টার নির্মাণের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে শরণার্থীদের সংখ্যা বাড়তে থাকায় শেল্টারের সংখ্যা বাড়িয়ে প্রায় সোয়া দুই লক্ষে উন্নীত করা হয়।
এগুলোর মধ্যে অন্তর্বর্তীকালীন শেল্টারের সংখ্যা প্রায় ৩ হাজার এবং মধ্যমেয়াদী শেল্টার রয়েছে প্রায় ৭০০টি।
রোহিঙ্গাদের থাকার জন্য সবকটি ক্যাম্প মিলিয়ে মোট সাড়ে ৬ হাজার একর ভূমি বরাদ্দ দেয়া হয়েছে।
টেকনাফ-কক্সবাজার অঞ্চলের শরণার্থী শিবিরগুলোতে রোহিঙ্গাদের চাপ কমানোর উদ্দেশ্যে গত সেপ্টেম্বরে প্রায় এক লক্ষ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের প্রস্তুতি নেয় বাংলাদেশ সরকার।
তবে রোহিঙ্গারা ভাসানচরে স্থানান্তরিত হতে না চাওয়ায় সেই প্রক্রিয়া শুরু করা যায়নি।
স্যাটেলাইট ইমেজ স্বত্ব: ESA Sentinel Hub
BBC




আপনার মূল্যবান মতামত দিন: