odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫
সেনাবাহিনীর সাথে 'গোলাগুলিতে' তিন জন নিহত

সেনাবাহিনীর সাথে 'গোলাগুলিতে' তিন জন নিহত, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে

odhikar patra | প্রকাশিত: ২৬ August ২০১৯ ১৯:৩৪

odhikar patra
প্রকাশিত: ২৬ August ২০১৯ ১৯:৩৪

 

টহলরত সেনাবাহিনীসেনাবাহিনী তিনটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে। (ফাইল ফটো)

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় সেনাবাহিনীর সাথে 'গোলাগুলিতে' তিনজন নিহত হয়েছে।

সামরিক জনসংযোগ দপ্তর আইএসপিআর-এর পরিচালক আবদুল্লাহ ইবনে জায়িদ বিবিসি বাংলাকে বলেছেন, খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ইউপিডিএফ প্রসীতপন্থী সন্ত্রাসীদের সাথে সেনা টহলের গুলিবিনিময়ে এ তিনজন নিহত হয়েছে।

সোমবার সকালে এই ঘটনাটি ঘটে।

আইএসপিআর জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তাবাহিনীর একটি সূত্র বলছে, সে জায়গায় আরো আহত কিংবা নিহত কেউ আছে কিনা সেটি তল্লাশি করে দেখা হচ্ছে।

তাদের ধারণা, সেখানে আরো ভারী অস্ত্র থাকতে পারে।

ইউপিডিএফ পাহাড়িদের অন্যতম সংগঠন হিসেবে পরিচিত।

তবে নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো বলছে এই সংগঠনটি সাম্প্রতিক বছরগুলোতে নানা ধরণের অপরাধ তৎপরতায় জড়িয়েছে।

তবে বিষয়টি নিয়ে ইউপিডিএফ-এর কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের অনেকেই মনে করেন, সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলের ঘটনাগুলো নতুন করে অস্থিরতা তৈরির ইঙ্গিত দিচ্ছে।

এর আগে গত ১৮ই আগস্ট পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীর নিয়মিত টহল দলের উপর হামলার একজন সৈন্য নিহত হন।

রাঙ্গামাটি রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে ৪ কিলোমিটার মতো দুরে সকালে গুলির ঘটনাটি ঘটেছে।

সকাল ১০ টার দিকে পোয়াইতুখুম নামক এলাকায় একটি নিয়মিত টহল দলের উপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ করে।

বিবিসি 



আপনার মূল্যবান মতামত দিন: