odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

দেশের ও জা‌তির কল্যাণে কাজ করে গেছেন হুসেইন মুহম্মদ এরশাদ --------শেখ মুহাম্মদ সিরাজজুল ইসলাম

odhikar patra | প্রকাশিত: ১ September ২০১৯ ১৮:৫৬

odhikar patra
প্রকাশিত: ১ September ২০১৯ ১৮:৫৬


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা :
দেশের ও জা‌তির কল্যাণে কাজ করে গেছেন সাবেক রাস্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
দেশের যে‌দিকে তাকাবেন, যে দিকে চোখ দেবেন, এরশাদের উন্নয়ণের ছোঁয়া
দেখতে পাবেন। এখন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের নেতৃত্বে
আমরা একত্রিত আছি। পল্লীবন্ধুর শোক শক্তিতে পরিণত করে আমরা ঐক্যবদ্ধভাবে
জিএম কাদের নেতৃত্বে দলকে আরো শক্তিশালী করব। তিনি আরও বলেন, আমরা সবাই
মিলে পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবো। প্রখ্যাত আইনজীবি জাতীয় পার্টির
প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজজুল ইসলাম এরশাদের রুহের
মাগফেরাত কামনায় দেশবাসীর দোয়া কামনা করে গতকাল শনিবার দুপুর ২টায়
সিরাজদিখান আবিরপাড়া চোকদারবাড়ি ঈদগা মাঠে সিরাজদিখান উপজেলা
জাতীয় পার্টি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির সিরাজদিখান উপজেলা সভাপতি আব্দুল হাকিম হাওলাদারের
সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাবেদ ওমরের(ওমর আলী) সঞ্চালনায় দোয়া,মিলাদ
ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ
সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারন
সম্পাদক তাইজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারন সম্পাদক
জসিম মুন্সী । উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আব্দুল রশিদ, শেখ মোঃ বাবুল,মোঃ
লিটন,মোঃ আনোয়ার হোসেন মন্ডল, আলী হোসেন মোল্লা, শোয়াইব হোসেন,
সেলীম লস্কর প্রমুখ ।
মোঃ হামিদুল ইসলাম লিংকন
F



আপনার মূল্যবান মতামত দিন: