odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ১ নিহত

শেরপুরে বিধবার বাড়ীতে হামলা, ভাংচুর ও টাকা লুট

odhikar patra | প্রকাশিত: ১ September ২০১৯ ১৯:০৭

odhikar patra
প্রকাশিত: ১ September ২০১৯ ১৯:০৭


শেরপুরে বিধবার বাড়ীতে
হামলা, ভাংচুর ও টাকা
লুট
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে নিশি পাড়া গ্রামের সাবিত্রী নামের এক বিধবার
বসত বাড়ীতে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে ঘর
বাড়ী ভাংচুর, মারপিট ও নগদ ঠাকা লুট পাটের ঘটনায় গত শুক্রবার
রাতে শেরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের নিশি পাড়া গ্রামের
রবিন চন্দ্র দাস তার নানার কাছ থেকে পাওয়া ৫ শতাংশ জমিতে
প্রায় ১৫ বছর পূর্বে তার বিধবা ভাতিজী সাবিত্রী কে ঘর বাড়ি
তুলে দিলে সে বসবাস শুরু করেন। এর একপর্যায়ে একই এলাকার
ভুমিদস্যু বলে খ্যাত বিশা ওই সম্পত্তি তার নিজের দাবি করে গত
৩০ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে দেশীয় অস্ত্র রামদা,শাবল,লাঠি
সোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাদের মারপিট করে এলাকা
ছেরে চলে যাওয়ার হুমকী দেওয়া হয়। এ সময় সাবিত্রীর ঘরে রক্ষিত
ছেলের শ্বশুর বাড়ী হতে পাওয়া চল্লিশ হাজার ও সমিতি থেকে তোলা
পঞ্চাশ হাজার টাকাসহ মোট নব্বই হাজার টাকা লুট করে নিয়ে
যায়।
এ ব্যাপারে শেরপুর থানার এস,আই আব্দুল গফুরের সাথে
মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে উভয় পক্ষকে সঠিক কাগজ পত্র
নিয়ে থানায় আসতে বলেছি। কাগজপত্র দেখে বিষয়টি সমাধান
করা হবে।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ধুনকুন্দ এলাকায় গত শুক্রবার
রাতে যাত্রীবাহী কোচের চাপায় তাহেরা বেগম (৫১) নামের এক
নারী ঘটনাস্থলে মারা গেছে।
জানা যায়, কুড়িগ্রাম জেলার নাগেশ^রী উপজেলার বোডের বাজার
এলাকার মো. আজিজুর রহমানের স্ত্রী তাহেরা বেগম তার ছেলে
আলামীনকে নিয়ে ঢাকা যাওয়ার পথে গত শুক্রবার রাতে খাওয়ার জন্য
কোচটি শেরপুরের ধুনকুন্দ এলাকায় একটি হোটেলে যাত্রা
বিরতী দেয়। খাওয়া শেষ করে তাহেরা বেগম হোটেলের সামনের
রাস্তায় দাড়িয়েছিল। রাত আড়াই টার দিকে বগুড়াগামী অপর একটি
কোচ তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।


বগুড়ার শেরপুরে সাংবাদিকের
পিতার মৃত্যুতে দোয়া মাহফিল
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্দ্যেগে গত শুক্রবার সন্ধ্যায়
প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক রাশেদুল হকের পিতার বীর
মুক্তিযোদ্ধা খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও
বাংলাদেশ দলিল লেখক সমিতি শেরপুর উপজেলা শাখার উপদেষ্ঠা
আকিম উদ্দিনের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর পৌরসভার কাউন্সিলর
বদরুল ইসলাম পোদ্দার ববি, জেলা পরিষদ সদস্য ও শেরপুর উপজেলা
যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো,
সাংবাদিক জাহাঙ্গীর ইসলাম, রাশেদুল হক, দীপক কুমার সরকার,
নাহিদ হাসান রবিন, শফিকুল ইসলাম শরীফ, সাখাওয়াত হোসেন
জুম্মা, সৌরভ অধিকারী শুভ, বাদশা আলম, আবু বকর সিদ্দিক,
মোজাফ্ফর হোসেন প্রমূখ। মুক্তিযোদ্ধা আকিম উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা
প্রেসক্লাবের নির্বাহী সদস্য নজরুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন: