odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫
শেরপুরে দেশী মুরগীর বানিজ্যিক খামার পরিদর্শনে ভিভিশনাল ডিরেক্টর

বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

odhikar patra | প্রকাশিত: ৯ September ২০১৯ ০৬:০০

odhikar patra
প্রকাশিত: ৯ September ২০১৯ ০৬:০০

বগুড়ার শেরপুরে
আন্তর্জাতিক
স্বাক্ষরতা দিবস
পালিত
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধ ঃ
“বহু ভাষার স্বাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার
শেরপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। গতকাল ( ৮ সেপ্টেম্বর) রবিবার সকাল ১০টায় শেরপুর উপজেলা প্রসাশনের
আয়োজনে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান
মজনু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল বাড়ী
ডাবলু, মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মিনা
পারভিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুর রহমান, উলিপুর আমেরিয়া সমতুল্যা
মহিলা ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ আব্দুল হাই, শেরপুর সরকারী ডি.জে মডেল হাইস্কুলের
প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও
শিক্ষাথী।


শেরপুরে দেশী মুরগীর
বানিজ্যিক খামার পরিদর্শনে
ভিভিশনাল ডিরেক্টর
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধ ঃ
স্বল্প বিনিয়োগে দেশি মুরগীর খামার গড়ে টেকসই কর্মসংস্থান তৈরী করা সম্ভব ও
পুষ্টির নিরাপত্তা, আর্থ-সামাজিক উন্নয়নে এবং নিরাপদ প্রাণি আমিষের
(এন্টিবায়োটিক ও স্টেরয়ড মুক্ত) নিশ্চয়তার জন্য “স্বপ্ন ছোয়াঁর সিঁড়ি’র”
অবদান খুবই গুরুত্বপ‚র্ণ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় ডিভিশনাল ডিরেক্টর
প্রাণিসম্পদ অধিদপ্তর কৃষিবিদ কল্যান কুমার ফৌজদার।
গতকাল (৮ সেপ্টেম্বর) রবিবার দুপুরে বগুড়ার শেরপুরে জাতীয় জনপ্রাশাসন পদক প্রাপ্ত
ভেটেরিনারি সার্জন (পিএএ) ডা. মোঃ রায়হানের সহযোগিতায় উপজেলার গাড়ীদহ
ইউনিয়নের চকপাথালিয়া গ্রামস্থ ‘স্বপ্ন ছোঁয়ার সিড়ি’ উদ্যেক্তা পাঠশালা ও
দেশী মুরগীর বানিজ্যিক খামার পরিদর্শনে এসে এই মন্তব্য করেন তিনি।
এসময় তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী বিভাগীয় সহকারি পরিচালক ডা. ইসমাইল
হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা আমির হামজা, ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান, খামারি সাদ্দাম হোসেন, জাকারিয়া হোসেন, লিপি, আল-আমিন প্রমুখ
উপস্থিত ছিলেন।
এরপর রাজশাহী বিভাগীয় ডিভিশনাল ডিরেক্টর প্রাণিসম্পদ অধিদপ্তর কৃষিবিদ কল্যান
কুমার ফৌজদার উপজেলার চকপাথালিয়া , শুভগাছা, ধর্মকাম সহ গ্রামে গড়ে উঠা
বিভিন্ন দেশী বানিজ্যক মুরগীর খামার, “স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি উদ্যোক্তা
পাঠশালা” বায়োগ্যাস প্লান্ট তৈরী, হ্যাচারী, সিসি ক্যামেরায় নিয়তিন্ত্রত খামার
পরিদর্শন করেন।
এসময় তিনি আরও বলেন, দেশে বাণিজ্যিক ভিত্তিক দেশী মুরগি চাষ একটি
সম্ভাবনাময় ও লাভজনক সেক্টর। তাই এ খাতকে আরও স¤প্রসারণ করার মাধ্যমে বেকার
নারী-পুরুষের কর্মসংস্থান তৈরী করতে হবে। বিশেষ করে বাণিজ্যিক ভিত্তিক দেশী
মুরগীর খামার গ্রামীণ দারিদ্র বিমোচনের অন্যতম হাতিয়ার হতে পারে। বর্তমান
সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন তারই একটি
নিদর্শন দেখিয়েছেন উদ্যোক্তা ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. রায়হান
পিএএ।

আবু জাহের



আপনার মূল্যবান মতামত দিন: