odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

পাবনার সুজানগরে ১০ হাজার মানুষ পানিবন্দি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ October ২০১৯ ০২:০৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ October ২০১৯ ০২:০৯

 

আর কে আকাশ, পাবনা থেকে: পদ্মা নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় পাবনার সুজানগরে অসময়ে বন্যা দেখা দিয়েছে। এতে নদীর পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সেই সঙ্গে বন্যার পানিতে ডুবে গেছে বেশ কিছু কাঁচা, পাকা রাস্তাঘাট এবং ফসলী জমি।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার চরভবানীপুর, চরসুজানগর, চরমানিকদীর, চরবিশ্বনাথপুর, লক্ষীপুর, গোপালপুর, নিশ্চিন্তপুর, সাতবাড়ীয়া, নারুহাটি, ফকিতপুর, তারাবাড়ীয়া নতুনপাড়া, জামাইপাড়া, গুপিনপুর মাছপাড়া, রাইপুর ও মালিফা, ইন্দ্রোজিতপুর, কামারহাট, নওগ্রাম, উদয়পুর, মহনপুর, মহব্বতপুর, হাসামপুর, বরকাপুর, হুগলাডাঙ্গী, শ্রীপুর এবং চরখলিলপুরসহ প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়ে গেছে।
এতে ওই সব গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম এবং মশিউর রহমান খান জানান।

উপজেলার চরবিশ্বনাথপুর গ্রামের জাহেদ আলী জানান, বন্যায় তার চারটি বসতঘরই ডুবে গেছে। সে ঘরের মধ্যে মাচান তৈরী করে পরিবারপরিজন নিয়ে অতি কষ্টে বসবাস করছেন।
বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ভুক্তভোগী চরমানিকদীর গ্রামের ইউনুছ আলী জানান, বন্যায় তার বাড়ি-ঘরের পাশাপাশি একমাত্র টিউবওয়েলও ডুবে গেছে। এতে সে অন্যের বাড়ি থেকে পানি টেনে এনে খাচ্ছেন।
স্থানীয় ইউপি মেম্বার মানিক হোসেন জানান, বন্যায় বাড়ি-



আপনার মূল্যবান মতামত দিন: