odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সিগঞ্জে ১৩টি সেতুর উদ্বোধন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ October ২০১৯ ১৪:৫৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ October ২০১৯ ১৪:৫৪

মুন্সিগঞ্জের ১৩ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
 

মুন্সিগঞ্জে ১৩টি সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন এসব সেতু।

যে ১৩ সেতুর উদ্বোধন করা হয়েছে সেগুলো হলো টঙ্গিবাড়ী উপজেলার পাঠানবাড়ি সেতু, আলদি বাজার সেতু, শ্রীনগর উপজেলার বেলতলী সেতু, ছনবাড়ী সেতু, শ্রীনগর বাজার-১ সেতু, শ্রীনগর বাজার-২ সেতু, আটপাড়া সেতু, হাসাড়া-১ সেতু, হাসাড়া-২ সেতু, সাতগাঁও সেতু, সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ সেতু, রসুনিয়া সেতু-১ এবং রসুনিয়া-২ সেতু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯৩৯.২১ লাখ টাকা (জি ও বি)। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০১৬ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জুন পর্যন্ত। জি ও বি এর অর্থায়নে সড়ক ও জনপদ অধিদপ্তর এ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা। ১৩টি সেতুর দৈর্ঘ ৫২১.২৬ মিটার ও নির্মাণ ব্যয় ৮৮৬২.১৫৪ লাখ টাকা। মুন্সিগঞ্জ সড়ক বিভাগেরর অধীন ঝুঁকিপূর্ণ সেতুসমূহ স্থায়ী কংক্রিট সেতু দ্বারা প্রতিস্থাপন (প্রথম পর্যায়) প্রকল্পের আওতায় এ ১৩টি সেতু।  

সূত্র আরো জানায়, মুন্সিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়কে ৭৮টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ও ১৬টি আরসিসি/জরাজীর্ণ সরু সেতুসহ মোট ৯৪টি সেতুর মধ্যে বিভিন্ন সময়ে ২৫টি নতুনভাবে আরসিসি/পিসি গার্ডার সেতু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে গৃহীত 'মুন্সীগঞ্জ সড়ক বিভাগাধীন ঝুঁকিপূর্ণ বেইলি/আরসিসি সেতুসমূহ স্থায়ী কংক্রিট সেতু দ্বারা প্রতিস্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় আরো ১৩টি সেতুর নির্মাণ কাজ এরইমধ্যে শেষ হয়েছে। আর কাজ চলছে আটটি সেতুর



আপনার মূল্যবান মতামত দিন: