odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

হিযবুত তাহরীরের ১৫ জন গ্রেফতার

odhikar patra | প্রকাশিত: ২৪ November ২০১৯ ০২:২৬

odhikar patra
প্রকাশিত: ২৪ November ২০১৯ ০২:২৬

বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মহানগর প্রধানসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ওয়ালিদ ইবনে নাজিম (১৮), ইমতিয়াজ ইমাইল (২৫), আবদুল্লাহ আল মাহফুজ (৩০), আবুল মোহাম্মদ এরশাদুল আলম (৩৯), নাছির উদ্দিন চৌধুরী (২০), নাজমুল হুদা (২৭), লোকমান গণি (২৯), মো. করিম (২৭), আবদুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান রানা (২০), আরিফুল ইসলাম (২০), আজিম উদ্দিন (৩১), আজিমুল হুদা (২৪), ফারহান বিন ফরিদ (২৩) ও মো. স¤্রাট (২২)।

শনিবার ভোর পর্যন্ত টানা অভিযানে আন্দরকিল্লা, চান্দগাঁও ও বায়েজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক প্রচারপত্র, নগদ দুই লাখ ৮২ হাজার টাকা, দুটি ল্যাপটপ, ইলেক্ট্রনিক ডিভাইস, সংগঠনের গঠনতন্ত্র ও ট্রেনিং ম্যানুয়াল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ। শনিবার সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার (অপরাধ) আমেনা বেগম। আমেনা বেগম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি এখনও সক্রিয়। গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই শিক্ষার্থী। তারা পরিবারের সদস্যদের ভুল তথ্য দিয়ে হিযবুতের কার্যক্রমের সাথে যুক্ত ছিল। কোচিংয়ের নাম করে তারা ওই সংগঠনের কাজ করতো।

গ্রেফতার আবুল মোহাম্মদ এরশাদুল আলম হিযবুতের চট্টগ্রাম মহানগর শাখার প্রধান। তিনি চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক। আবদুল্লাহ আল মাহফুজ নোভারটিস ফার্মাসিউটিক্যালসের চট্টগ্রামের টেরিটরি ম্যানেজার। তিনি হিযবুতের চট্টগ্রাম নগর শাখার দ্বিতীয় শীর্ষ নেতা বলে জানায় পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: