odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫
পাবনায় হাতিল ফার্নিচার’র

‘আমার ঘরে হৃদয়জুড়ে’ কনটেস্ট এন্ড গিফট কালেকশান ক্যাম্পিং ও প্রদর্শনী অনুষ্ঠিত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ December ২০১৯ ১৯:২৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ December ২০১৯ ১৯:২৪

পাবনায় হাতিল ফার্নিচার’র ‘আমার ঘরে হৃদয়জুড়ে’ কনটেস্ট এন্ড
গিফট কালেকশান ক্যাম্পিং ও প্রদর্শনী অনুষ্ঠিত
আর কে আকাশ: দেশের প্রথম ভার্চুয়াল ফার্নিচার হাতিল শোরুম পাবনায়
অগ্রযাত্রার ১০ বছর পূর্তিতে ৩দিন ব্যাপী ‘আমার ঘরে হৃদয়জুড়ে’ কনটেস্ট এন্ড গিফট
কালেকশান ক্যাম্পিং ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীর শেষদিনে শনিবার রাতে কনটেস্ট
এন্ড গিফট কালেকশান ক্যাম্পিং-এ অংশগ্রহণকারী ও সেরা ক্রেতাদের মাঝে পুরস্কার বিতরণ
করা হয়।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ ফিরোজ
কবির এমপি, হাতিল কমপ্লেক্স, লি. এর ডাইরেক্টর অব মার্কেটিং মশিউর রহমান, জেলা পরিষদের
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতিয়ুর রহমান, পাবনা চেম্বার অব কমার্স এর সভাপতি
মো. সাইফুল ইসলাম স্বপন চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লি. এর আবাসিক পরিচালক
দবির উদ্দিন প্রমূখ। সার্বিক পরিচালনা করেন পাবনা হাতিল শোরুমের প্রোপাইটর
এ.কে.এম. মঞ্জুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন সুধীর কুমার কলেজের সহ. অধ্যাপক এ.বি.এম. আবুল বাশার, সহ.
অধ্যাপক আলমগীর কবীর, খয়ের সুতি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রেজাউল ইসলাম রাজা,
এশিয়ান টেলিভিশন পাবনা জেলা প্রতিনিধি ও হৃদয়ে পাবনার আহŸায়ক আর কে আকাশ,
আকাশ নিউজ ২৪ ডটকম’র নিজস্ব প্রতিবেদক আসাদুল ইসলাম শফিক, আনন্দ টিভির
পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, হাতিল’র ঢাকা বিভাগীয় ইনচার্জ
নাজমুল হক দেওয়ান, রাজশাহী বিভাগীয় ইনচার্জ অরুণ মজুমদার, সিলেট বিভাগীয়
ইনচার্জ রেজাউর রহমান, যশোর টেরিটরি ইনচার্জ মোহাম্মাদ আমির হামজা, শোরুমের
স্বত্বাধীকারী দিনা পারভীন, শোরুমের কম্পিউটার অপারেশন ম্যানেজার শাহানাজ পারভীন,
সিনিয়র সেলস্ অফিসার আব্দুল হাকিম, মো. আশিকুর রহমান ও মো. কাওছার খানসহ
অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ক্যাপসন: পাবনায় হাতিল শোরুম’র অগ্রযাত্রার ১০ বছর পূর্তিতে ৩দিন ব্যাপী ‘আমার ঘরে
হৃদয়জুড়ে’ কনটেস্ট এন্ড গিফট কালেকশান ক্যাম্পিং-এ অংশগ্রহণকারী ও সেরা ক্রেতাদের
মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি- বাংলার মুখ



আপনার মূল্যবান মতামত দিন: