ঢাকা | মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গায় ৭.৯ ডিগ্রি সেলসিয়াস

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯ ০৯:৪৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯ ০৯:৪৩

 

চুয়াডাঙ্গা, ১৯ ডিসেম্বর, ২০১৯  : হাড়কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। গত দুইদিন থেকে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে এ জেলায়। তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন।
আজ বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে, সকাল ৯টায় তাপমাত্রা আরও কমে যায় ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক বাসস’কে জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৭.৯ ডিগ্রি সেলসিয়াস।
কুয়াশা না থাকায় সকালে সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও হ্রাস পাচ্ছে রাতের তাপমাত্রা। শীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে তাদেরকে শীত নিবারণ করতে দেখা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: