ঢাকা | মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণহানি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯ ১০:৪৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯ ১০:৪৬

 

চট্টগ্রাম, ২০ ডিসেম্বর, ২০১৯ : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানাগেছে, কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় দুর্ঘটনায় আহত সাতজনকে সকালে হাসপাতালে আনা হয়। এর মধ্যে লেগুনা চালক জামাল উদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি লক্ষীপুর জেলার রামগতির শাহ আলমের ছেলে। আহত অপর ৬জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: