ঢাকা | মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

স্কুল শিক্ষিকাসহ মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯ ০৮:৩৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯ ০৮:৩৩

 

মাদারীপুর, ২৩ ডিসেম্বর, ২০১৯ : জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৭ জন।
নিহতরা হলেন, রাজৈরের আড়–য়াকান্দি গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে অনুপম বিশ্বাস (৩৩), নটাখোলা গ্রামের নরেশ মজুমদারের ছেলে বিশ্বজিত মজুমদার (৩৪) এবং সদরের টিটু মাতুব্বরের স্ত্রী ও ঘটমাঝি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানজিলা বেগম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার বিকেল ৩ টার দিকে যাত্রীবোঝাই করে রাজৈরের টেকেরহাট থেকে একটি মাহিন্দ্র কদমবাড়ির দিকে যাচ্ছিলো। কদমবাড়ি এলাকার কাছাকাছি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিশ^জিৎ ও অনুপম নামে দুই যাত্রী মারা যায়। দুর্ঘটনায় আরো ৬ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দোলা মজুমদারকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে বিকেল সাড়ে ৪ টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার খাগদি এলাকায় মাটি টানা ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষক তানজিলা বেগম মারা যান। এ সময় আহত অপর একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: