odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

একজন নিহত বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায়

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১ January ২০২০ ০৭:৪৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১ January ২০২০ ০৭:৪৬

 

বগুড়া, ৩১ ডিসেম্বর, ২০১৯ : জেলার ধুনট উপজেলায় ইট বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার মথুরাপুর-মহিশুরা পাকা সড়কের বানিয়াগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাতি গ্রামের আবু বক্কারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জাহাঙ্গীর আলম মোটরসাইকেল চালিয়ে মথুরাপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বানিয়াগাতি এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃতদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: