ঢাকা | মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
মুন্সীগঞ্জে

সালিশী বৈঠকে মারামারি বাড়ী ঘর ভাংচুর আহত ৫

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২০ ০৭:০২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২০ ০৭:০২

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের রামের গাঁওয়ে সালিশী বৈঠকে মারামারি বাড়িঘর ভাংচুর মহিলা সহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার রামের গাঁওয়ে এই ঘটনা ঘটে। এঘটনায় মোঃ নাছির উদ্দিন ( ৪০),তার মা সেফালী বেগম (৬৫) স্ত্রী তাসলিমা আক্তার (২৮) ও অপর পক্ষের তৈয়ব আলী মাদবর (৬৫)সহ আহত হয়েছে ৫ জন। আহতদের মধ্যে মোঃ নাছির উদ্দিনকে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গ্রামের একটি বিষয় নিয়ে বিচার সালিশ চলছিলো এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝির কারনে মারামারি বেধে যায়।এতে মহিলা সহ বেস কয়েকজন আহত হয়েছে। অপরদিকে মারামারি এক পর্যায়ে নাছির উদ্দিনের বাড়ী ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মুকবুল হোসেন এর ভাই মনির হোসেনকে প্রদান আসামী করে ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে হামলার স্বীকার নাছির উদ্দিন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ আনিচুর রহমান জানান, মারামারি ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াদীন রয়েছে। তদন্ত করে দোসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: