ঢাকা | মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

৬ জন নিহত ফরিদপুরে সড়ক দুর্ঘটনায়

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২০ ০৫:৩৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২০ ০৫:৩৯

 

 

ফরিদপুর, ৬ জানুয়ারি ২০২০ : জেলার সদর উপজেলার মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে সোমবার যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে।
এই ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন- বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের একই পরিবারের ৪ জন ডা. শরীফুল ইসলাম হাদী (৫০), তার মেয়ে তাবাসসুম (৮) শ্যালিকা তাকিয়া (১২) বোনের মেয়ে তানজিলা (১৮), পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন (৪১) ও মাইক্রোবাস চালক নড়াইলের নাহিদ (৪৫)।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান জানান, সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি বোয়ালমারী উপজেলা থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে ঢাকা-সুনামগঞ্জ রুটে চলাচলকারী মামুন পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিল। মল্লিকপুরের করিমপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের ৬ জন নিহত হন। আহত হন এক নারী যাত্রী। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: